বিশ্বনাথে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে আর-রাহমান ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পবিত্র ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে” যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে। সম্প্রতি উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর পীর বাড়ীতে এ খাদে সামগ্রী বিতরণ করা হয়।
আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা আবুল লেইচের সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মালিক। এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টের উলামা উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ বুলবুল, সমাজ সেবক আব্দুল আলী, আব্দুস শহীদ, আবু সায়েম, জুনায়েদ আহমদ প্রমূখ।
এদিকে সুন্দর ও সুষ্ঠুভাবে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করায় আর-রাহমান এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ইমাম মাওলানা নুরুর রহমান সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন এবং ট্রাস্টের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন।