কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

দৈনিকসিলেট ডেস্ক :
কৃষি গুচ্ছভুক্ত ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা ১২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন।
এর আগে, গতকাল সন্ধ্যায় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির ৪র্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন জানান, ‘১২ তারিখ সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের পরীক্ষা থাকায় গুচ্ছ কেন্দ্রীয় কমিটির ৪র্থ সভায় আমরা সময় পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছি।’
এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন শিক্ষার্থী।
পরীক্ষার সময় পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেও কেও পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেও অনাকাঙ্ক্ষিত ঝামেলার আশঙ্কা করছেন।
পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার বিষয়ে আরো বিস্তারিত তথ্য কৃষি গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ হলো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুলনা), হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (হবিগঞ্জ) এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িগ্রাম)।