বিশ্বনাথে দারুল ক্বেরাত রামাদ্বানিয়া এলাহাবাদ শাখায় ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ইত্তেহাদুল কুররা পরিচালিত দারুল ক্বেরাত রামদ্বানিয়া এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত ”মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে “আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকের ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাখার প্রধান ক্বারী মাওলানা আব্দুল কাদির।আর -রাহমান এডুকেশন ট্রাষ্ট বাংলাদেশ শাখার পরিচালক আব্দুল মালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা মুখলিছুর রহমান।
তিনি বলেন, রোজার মাধ্যমে অশ্লীল ও অনর্থক কাজ থেকে বিরত থাকা যায়।রোজা মানুষকে সংযমী হওয়ার শিক্ষা দেয় এবং মানুষ ধৈর্য, সংযম, সহনশীলতার শিক্ষা পেয়ে থাকে।রমজান মানুষকে অসহায় ও গরীবদের পাঁশে দাঁড়াতে উৎসাহিত করে।পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্ক সুদৃঢ় করার শিক্ষা দেয়।মোটকথা রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা।
আলোচনা সভা দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন আজমল হোসেন বুলবুল, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলিম উদ্দিন, মাওলানা আবু বকর সিদ্দিক, ক্বারী জোনাইদ আহমদ, মোস্তফা আহমদ, আনছার আহমদ, হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুস ছবুর, জামাল উদ্দিন, নুরুদ্দিন আহমদ, ফ্রান্স প্রবাসী শামিম আহমদ, সমুজ আলী,পীর আমিনুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র কোরআন তেলোয়াত করেন আশিকুর রহমান ও মোনাজাত পরিচালনা করেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনাসহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। এর আগে দারুল ক্বেরাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।