বড়লেখায় অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে কাঠালতলী অটোরিকশা কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার দুপুরে শতাধিক অটোরিকশা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে আর্থিক সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী সমাজসেবক মাওলানা আব্দুর রহমান।
এ উপলক্ষে স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অটোরিকশা কল্যাণ সমিতির সভাপতি জুবায়ের আহমদ শিমুল। সেক্রেটারি রাসেল আহমদের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ষ্ট্যান্ড পরিচালনা কমিটির ম্যানেজার আবুল হোসেন।
এসময় বক্তব্য দেন সমিতির উপদেষ্টা গৌছ উদ্দিন, অহিদ আহমদ, সহ-সভাপতি শাহীন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে কাঁঠালতলী পশ্চিম ও পূর্ব স্ট্যান্ডের শতাধিক অটোরিকশা শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, শ্রমিক আল্লাহর বন্ধু তাদের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দিতে রাসুল সাঃ নির্দেশ দিয়েছেন। আমরা শ্রমিকদের নায্য অধিকার আদায়ে বদ্ধ পরিকর।