বড়লেখায় জামায়াতের উদ্যোগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ ভাগ উত্তর(কাঠালতলী) ইউনিয়ন শাখার উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। এ নিয়ে তৃতীয়ধাপে উপজেলার ৮৩’টি ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন পৌছে দেওয়া হয়েছে।
এতে বর্তমান সময়ে সমাজের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইউনিয়ন জামায়াতের এই মানবিক কার্যক্রম স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
ঢেউটিন বিতরণকালে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি হাজী লুৎফুর রহমানের সভাপতিত্ব ও সেক্রেটারি মাওলানা আব্দুস সালামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম এবং পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন। এছাড়াও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছে। অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম বলেন, সমাজের অসহায় মানুষের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু জামায়াত নয়, সব শ্রেণির মানুষ যদি মানবিক কাজে অংশ নেয়, তবে একটি সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ঢেউটিন বিতরণ পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের মানবিক কার্যক্রম বর্তমানে ও ভবিষ্যতে চলমান থাকবে এবং সাধারণ মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সর্বদা আন্তরিকভাবে কাজ করবে।