সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মাহমুদুল হাসান

দৈনিকসিলেট ডেস্ক :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মার্চ) নগরীর তালতলাস্থ গুলশাল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু নাছির জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন,ছাত্র আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি জাকাওয়াত হোসাইন পাশা সহ জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের ছাত্ররা আগামীর বাংলাদেশের কারিগর। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ছাত্রদেরকে নৈতিকতার আদর্শে বলিয়ান হতে হবে। মাদকাসক্তি ও বেকারত্বের কষাঘাতে জর্জরিত যুব সমাজকে পথের দিশা দিয়ে একটি কল্যাণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রদের ভূমিকা রাখতে হবে। দেশে একটি আমূল পরিবর্তন আনতে এ ছাত্র সংগঠন অগ্রনী ভূমিকা রাখতে হবে। দেশ জাতি ও রাষ্ট্র গঠনে সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করে থাকে ছাত্র সমাজ।