বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, বাড়িঘর ভাঙচুর

বাহুবল প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে মাতব্বরদের ওপর হামলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল) সকালে সংঘটিত এ ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষ চলাকালীন ভাঙচুর করা হয়েছে প্রায় ৩০টির মতো ঘরবাড়ি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে। স্থানীয় আওয়ামীলীগ ও কৃষক লীগ নেতা মোশাহিদ ও ফয়জুর রহমান স্নানঘাটা গ্রামের বাসিন্দা জবেদ আলীকে মারধর করেন। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় মুরব্বিরা সালিশি বৈঠকের আয়োজন করলে মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক হঠাৎ করে মাতব্বরদের ওপর হামলা চালায়।
এ ঘটনার জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় তিন ঘণ্টাব্যাপী চলতে থাকে। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়। পরে খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।