মাধবপুরে ৪শত পরিবারের মধ্যে গাঁওয়ালী শিন্নি বিতরণ

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি
স্থানীয় একটি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পাঁচ ব্যক্তিদের মাগফিরাত ও রোগব্যাধি, বালা-মুসিবত থেকে মুক্তি ও সমৃদ্ধি কামনায় হবিগঞ্জের মাধবপুরে আলাকপুর গ্রামে প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাধবপুরে আলাকপুর গ্রামবাসীর আয়োজনে দুপুর বেলা থেকে দিনব্যাপী গাঁওয়ালী শিন্নি দুই গ্রামের ৪০০টি পরিবারের লোকজন মধ্যে বিতরণ করা হয়েছে।
বাবুর্চি হেলাল মিয়া বলেন, শিন্নি তৈরি করতে নতুন চাল, চিনি আর গরুর দুধে এই শিন্নি রান্না করা হয়। এবং দুপুর বেলা থেকে দুই গ্রামে সহ আশপাশের গ্রাম থেকে আগত মানুষজনের মধ্যে বিতরণ করা হয়। তবে অনেক এলাকায় আশপাশের মানুষ ছাড়াও নিজের গ্রামের মানুষজনও শিন্নি খেয়েছেন।এতে অংশ নেন নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরিফের পীরজাদা আলহাজ্ব সৈয়দ শরিফুর রহমান পীর সাহেবের মোনাজাত পরিচালনা করে। মোনাজাতের শেষ গাঁওয়ালী শিন্নি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলাকপুর জামে মসজিদের খতিব আরিফুল ইসলাম আরিফ, স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুল্লাহ আল মামুন,স্থানীয় সরদার হরমুজ আলী, মোঃ চমক মিয়া, মোঃ ছোট মিয়া, মোঃ ফারুক মিয়া প্রমূখ।
মাধবপুর পৌর ৯নং ওয়ার্ড সাবেক কাউন্সিল মোঃ দুলাল খাঁ বলেন, আমাদের আলাকপুর গ্রামবাসীর পক্ষ থেকে ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি আমাদের মুরব্বিরা পূর্ব পুরুষরা যুগযুগ ধরে করে গেছে। বিভিন্ন রোগব্যাধি থেকে আল্লাহ হেফাজত করার লক্ষ্যে থেকে আমরা এটা করে থাকি। আমাদের আলাকপুর ব্রিজের সংলগ্ন এলাকায় ইদানীং কয়েকটি সড়ক দূর্ঘটনায় কয়েকজন মানুষ মারাও গেছে এগুলো থেকে আমরা হেফাজত পাওয়ার জন্য এবং গ্রামের যত মুরুব্বিরায়ান কবর বাসীর আছে তাদের দোয়া মাগফিরাতের জন্য আমরা গাঁওয়ালী শিন্নি করে আসছি।