আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করলে কেউ ছাড় পাবে না: পুলিশ সুপার

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
হবিগঞ্জ শহরের বাটা শো-রুম পরিদর্শন করেছেন পুলিশ সুপার এ.এম এম সাজিদুর রহমান। তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) শহরের বাটা শো-রুম ও গোডাউন পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, হবিগঞ্জ জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করলে কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে’। পুলিশ সুপার এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।
এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর কবিরসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।