মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি গণহত্যায় শাবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

শাবিপ্রবি প্রতিনিধি
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় পড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্তরে এ কর্মসূচি পালন করেন তারা।
প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, গাজায় ইসরায়েলের চলমান গনহত্যা বর্তমান বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও বর্বরোচিত হামলা। আমরা বিশ্বাস করি গাজায় এ গণহত্যায় ফিলিস্তিনের পক্ষ হয়ে ভিন্নদেশী হিসেবে কারো যদি যুদ্ধ করার লাগে, সে যুদ্ধে প্রথম শহীদ হবে আমাদের কোন বাংলাদেশী।আমরা বিশ্ববাসী ও জাতিসংঘকে আহ্বান জানায়, মানব ইতিহাসে নিকৃষ্টতর এ গণহত্যার বন্ধে দ্রুত সমাধানে বসুন।
এসময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাঈম সরকার, সহ সাধারণ সম্পাদক আলী আফসার মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, ছাত্রী বিষয়ক সম্পাদক রিমকাতুল রাশেদ অথৈ প্রমুখ।