‘ফ্রি-ফ্রি গাজা’, ‘বয়কট ইসরায়েল’ স্লোগানে রাস্তায় পতাকা অঙ্কন করে ছাত্রদলের প্রতিবাদ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা, গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয়তাবাদি ছাত্রদলের উদ্যোগে রাস্তায় ইসরায়েলের পতাকা অঙ্কন ও ”ফ্রি-ফ্রি গাজা’, ‘বয়কট ইসরায়েল’ লিখে গ্রাফিতি পদর্শন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সোমবার মধ্যে রাত ১২টায় পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান পৌরসভা ও সদর ইউনিয়ন সংলগ্ন বড়লেখা-কুলাউড়া সড়কে ইসরায়েলের পতাকা অঙ্কন’ ‘বয়কট ইসরায়েল’ ‘ফ্রি-গাজা’ লিখে গ্রাফিতি পদর্শন করেন ছাত্রদলের নেতাকর্মীরা এসময় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এদিকে ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে পথচারিরা ইসরায়েলের পতাকায় পদদলিত, জুতা নিক্ষেপ ও থু-থু দিয়ে তাদের ঘৃণা, ক্ষোভ, প্রতিবাদ প্রকাশ করেন।
পতাকা অঙ্কনের সাথে জড়িত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হারুনর রশীদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাতনেতা আরিয়ান ফরহাদ, পৌর ছাত্রদলের সিনিয়র সদস্য আশরাফুল হাসান, পৌর ছাত্রদলের সদস্য মারুফ আবীর, তালিমপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আরিফ আহমদ, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ফয়সাল আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের নেতা রাহুল আহমদ, উপজেলা ছাত্রদলনেতা রাহাত আহমদ, পৌর ছাত্রদল নেতা সালমান আহমদ, সাবিদ চৌধুরী, শাকিল আহমদ। এতে সহযোগিতা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আহমদ। অন্যদিকে সোমবার দুপুরে দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তায় ইসরায়েলের পতাকা অঙ্কন করে পদদলিতর মাধ্যেমে প্রতিবাদ করতে দেখা গেছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফ আহমদ কালবেলা’কে বলেন, ‘আমরা ফিলিস্তিনি মানুষের উপর ইসরাইলিদের বর্বর গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদস্বরূপ এই পতাকাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভা ও সদর ইউনিয়ন সংলগ্ন রাস্তায় অঙ্কন করি। আর ইসরায়েলের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা হিসেবে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। আশা করি সকলে স্বতঃস্ফূর্তভাবে সকল ধরনের ইসরায়েল বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করবে। আর তারই ধারাবাহিকতায় এই কার্যক্রমটি সংঘটিত করেছি তাছাড়া আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরোও বলেন, শুধু মুসলামন জাতি নয় মানবিক দৃষ্টিকোন থেকে সকল ধর্মাবলম্বীদের ইসরায়েলি পণ্য বয়কট ও গাজায় বর্বরোচিত হত্যা এবং ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্য হয়ে প্রতিবাদ করতে হবে।
উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা আরিয়ান ফরহাদ বলেন, পতাকা অঙ্কনের আরেকটি উদ্দেশ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, তা তাদের পতাকা পায়ের নিচে প্রতিদিন পথচারি দ্বারা পদদলিত হবে। আর এভাবেই ইসরায়েলের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করছি। আমরা আজ থেকে রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে ও শপিংমলে পাতাকা অঙ্কন এবং ‘বয়কট ইসরায়েল’, ‘ফ্রি গাজা’ লিখে গ্রাফিতি পদর্শন করবো।