ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিএনপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা। গত ৭ আগস্ট ২০২৪ ইং তারিখ বিকেল ৫টায় কায়েস্থগ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিদ্বেষের জেরে হামলাকারীরা শাহরিয়ার আলমকে বাড়িতে না পেয়ে গালিগালাজ করে এবং ভেতরে ঢুকে আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী ভাঙচুর করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
শাহরিয়ার আলমের বাবা নজমুল আলম অভিযোগ করে বলেন, “আমার ছেলে প্রবাসে থাকলেও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে বিএনপি ও জামাত-শিবিরের সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা ভয়ভীতি দেখিয়ে বলেছে, আমার ছেলে দেশে ফিরলে তাকে হত্যা করা হবে।” এ ঘটনায় শাহরিয়ার আলমের পরিবার চরম আতঙ্কে রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও ভাংচুরের বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”