ছাত্রদল নেতা মারুফ আহমদের বাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও ভাংচুর

দৈনিকসিলেট ডটকম
সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ আহমদ এর বাড়িতে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলা ও ভাংচুর করা হয়েছে। গত ০৯ নভেম্বর ২০২৪ইং তারিখে বিকাল ৫টায় জকিগঞ্জ থানার খিলগ্রাম গ্রামে মারুফ আহমদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারুফ আহমদের বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসার জেরেে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা মারুফ আহমদকে বাড়িতে খোঁজাখুজি করে তাকে না পেয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও আসবাবপত্র ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করে। বাড়ির লোকদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মারুফ আহমদের বাবা মোঃ জুবের আহমদ অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রদলের রাজনীতি করার কারণে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা অবৈধভাবে আমার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর ও ভয়ভীতি প্রদর্শন করে। আমার ছেলে প্রবাসে থাকার পরও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হুমকি-দামকি দিয়ে বলে, তর ছেলে দেশে আসলে তাকে হত্যা করা হবে। এ ঘটনায় মারুফ আহমদের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।
জকিগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদল নেতা মারুফ আহমদ এর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের খবর শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।