শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিরসনে শাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের বৈঠক

শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট শহরে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তার ঝুঁকি নিরসনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বুধবার ( ৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের কার্যালয়ে এ বৈঠক করেন জোটের নেতারা।
জোটের নেতারা বলেন, সম্প্রতি সময়ে সিলেটে সন্ধ্যার পর সিএনজিতে যাতায়াতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা শিকার হতে হচ্ছে। যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ছাত্রীদের জন্য যানবাহনে যাতায়াত ও চলাচলে উদ্বেগ ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।”
বৈঠক শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি নিরসনকল্পে জোটের পক্ষ থেকে বাস ও বাসচালকের সংখ্যা বৃদ্ধি, প্রয়োজন অনুযায়ী বাসের ট্রিপ বাড়ানো বিশেষ করে সন্ধ্যার পর প্রতি ঘন্টায় একটি বাস দেওয়ার জন্য প্রশাসন নিকট আবেদন করা হয়।