মাধবপুরে সার ও বীজ বিতরণ

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে কৃষকদের মাঝে রাসায়নিক সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ-১/২০২৫-২০২৬ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সাড়ে ছয় হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলো পাঁচ কেজি উফশী আউশ ধানের বীজ ও বিশ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইমরুল হাসান জাহাঙ্গীর,চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমূখ