আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আরও উন্নতি হবে: সুনামগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করার অনুরোধ করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, সঠিক সংবাদ প্রকাশ করলে জনগন উপকৃত হবে। আমরাও কাজ করতে সহজ হবে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন ধানের উৎপাদন ভাল হয়েছে। আর আপনাদের এখানে অনেক পতিত জমি রয়েছে, সবাই দেশের বাহিরে থাকে। সেখানে ৫ শত কোটি টাকা একটি প্রজেক্ট হাতে নিয়েছি।
বৃহস্পতিবার দুপুরে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সুনামগঞ্জে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন।
আইন শৃঙ্খলা নিয়ে তিনি বলেন, আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছে তা এখনও উদ্ধার হয়নি উদ্ধার কার্যক্রম চলছে অস্ত্র উদ্ধার সম্পূর্ণ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি ভাল হবে বলে জানিয়েছেন তিনি।
এসময় তিনি আরও বলেন,ঘটনা ঘটছে অপকর্ম করেছে তখনই আমরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে। আর জনগনকে আরও সচেতন হতে হবে।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) বলেন, আগ্নেয়াস্ত্র কোনো ভাবেই যেন ইউজ না হয় সে বিষয় কঠোর নজরদারির পাশাপাশি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে আপনার ও তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
এসময় সিলেট, সুনামগঞ্জ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন সুনামগঞ্জে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা।