হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে বাছাই কার্যক্রম শুরু

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ:
হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ৩ দিনব্যাপী বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিনদিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিনে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এনএম সাজেদুর রহমানের নেতৃত্বে শারীরিক মাপ ও Physical Endurance Test) শুরু হয়।
এসময় পুলিশ সুপার সাজেদুর রহমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অংশগ্রহণকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নির্বাচিত করা হবে। কোন সুপারিশ,তদবির বা টাকা পয়সা দিয়ে বাংলাদেশ পুলিশে চাকরি হয় না। সরকারি ফি ছাড়া আর একটি পয়সাও তোমাদের কাউকে দিতে হবে না। কনস্টেবল নিয়োগে দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং টিআরসি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।