জৈন্তাপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ: থানায় মামলা দায়ের

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটনাটি গত ০৭ জানুয়ারী (রোববার) জৈন্তাপুর বাজারে ঘটে। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায়, বিএনপি’র সভাপতি আব্দুল রশিদ ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ লিয়াতক আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় জৈন্তাপুর থানার এসআই মোহাম্মদ তৌহিদুল ইসলাম বাদী হয়ে ২৩ জন সহ অজ্ঞাতানামা ৫০/৬০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৭৮, তারিখ: ০৮/০১/২০২৪ ইং।
মামলার আসামীরা হলেন-১। আব্দুল মানিক (৪৬), সদস্য জৈন্তাপুর উপজেলা বিএনপি, পিতা-মৃত বাটন মিয়া, ২। আব্দুল জলিল (৩০) পিতা-আব্দুল মানিক, ৩। আব্দুল মনাফ (২৩), ছাত্রদল নেতা, পিতা-আব্দুল মানিক, সাং-আসামপাড়া, থানা-জৈন্তাপুর জেলা-সিলেট, ৪।আব্দুল জববার (৩৩), পিতা-আব্দুল খালিক, ৪। সালাউদ্দিন (৫৩) পিতা-রফিক মিয়া, ৫। মতিন (৪৮) পিতা-করিম মিয়া, ৬। কবির আহমদ (৪৯) পিতা-আব্দল মান্নান, ৭। হারুন মিয়া (৫৪) পিতা-হাজী সত্তার মিয়া, ৮। কামিল আহমদ (২৫), পিতা- গয়াস মিয়া, ৯। । মামুনুর রশিদ (২৫), পিতা-গনি মিয়া, ১০। মঞ্জুর রহমান (২৫), পিতা-মনির উদ্দিন, ১১। মনির মিয়া (৩০), পিতা-সালাম মিয়া, ১২। নাঈম মিয়া (২০), পিতা-মোঃ ফারুক মিয়া, ১৩। শামসুল ইসলাম (২৩), পিতা-আমির হোসেন, ১৪। সাইফুল ইসলাম (৩২), পিতা-ইসরাইল আলী, ১৫। শাহনাজ আহমদ (৩৫), পিতা-রাশেদ আলী, ১৬। জাহিদুল ইসলাম (২২), পিতা-আব্দুল আহাদ, ১৭। জামাল উদ্দিন (৩৩), পিতা-নজির উদ্দিন, ১৮। আজিজুল ইসলাম (৪২), পিতা-কাচা মিয়া, ১৯। সেলিম মিয়া (২৭), পিতা-জাহেদ মিয়া, ২০। নাহিদ হোসেন (৩৬), পিতা-আজির হোসেন, ২১। আব্দুল করিম (২৬), পিতা-আব্দুর রশিদ, ২২। মোহন মিয়া (২৩), পিতা-আলমগীর মিয়া, ২৩। আব্দুল লতিফ (২৪), পিতা-লতিফুর রহমান, সর্ব সাং-আসামপাড়া, থানা-জৈন্তাপুর, জেলা- সিলেট।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির গুমকৃত নেতা এম ইলিয়াস আলীসহ নিখোঁজ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভকর্মসূচী চলাকালে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রশিদ গ্রুপের সাথে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ লিয়াতক আলী গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় জনসাধারণের চলাচলে বাধা প্রদান করে যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং ইট পাটকেল নিক্ষেপ করিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করা হয়।
ঘটনার বিষয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।