গাজায় ইসরায়েলি গণহত্যায় শাবি শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালি

শাবিপ্রবি প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী ঘোষিত ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রতিবাদ র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।
বুধবার (৯ এপ্রিল) সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের চেতনা-৭১ এর সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরবর্তীতে বেলা ১২টায় গোলচত্তরে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন প্রতিবাদী শিক্ষারা।
এসময় বক্তব্য রাখেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শ্রেণি প্রতিনিধি মুহাম্মদ নাদির-উজ-জামান নায়েফ, একই বিভাগের শিক্ষার্থী ফারহানা ইসলাম প্রমা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে জাইন এবং আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী মুহতাসিম ফিরদৌস মাহিন।
এতে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা একটি পরিকল্পিত গণহত্যা। বিশ্ববাসীকে এখনই প্রতিবাদে জাগতে হবে। তারা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে মানবতার খাতিরে একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
তারা আরও বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর বারবার এই নিষ্ঠুরতা চালানো মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বক্তারা অবিলম্বে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার দাবি করেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে তুলে ধরেন এবং বিশ্ব সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।