কানাইঘাটে ছাত্রলীগ নেতা শাহার উদ্দিনের বাড়িতে হামলা, ভাংচুর

কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহার উদ্দিনের গ্রামের বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট ২০২৪ইং তারিখে সন্ধ্যায় শাহারের পৈত্রিক নিবাস ভাটিবারাপৈত বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলা করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা শাহারের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে গ্রামবাসী এগিয়ে আসেন এবং আগুন দিতে বাধা প্রদান করেন। এসময় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন শাহারের মাতা সুরতুন্নেছা (৪৫), ভাই আশরাফুল আম্বিয়া (২০), গ্রামের নারী-পুরুষ সন্ত্রাসীদের হামলা-ভাংচুরে বাধা প্রদান করলে গ্রামের মুরুব্বী নূর আহমদ (৬৫), আব্দুল মতিন (৫০) আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর ৫ই আগস্ট বিএনপি-জামাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারাদেশের মতো কানাইঘাট উপজেলার সড়কের বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরও হামলা চালায়। এসময় শাহার উদ্দিনের পিতার ব্যবসা প্রতিষ্ঠান সড়কের বাজার বীজ ঘরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এরপর একদল সংঘবদ্ধ লোক মিছিল নিয়ে শাহারের গ্রামের বাড়িতে যায় এবং সেখানে মব জাস্টিসের নামে তার বাড়িতে হামলা চালায়। হামলার ঘটনায় শাহার উদ্দিনের বাড়িতেও বেশ ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামের লোকজন জানান, ইতোপূর্বে গত ৫৪ বছরে বাংলাদেশ সৃষ্টির পর আমাদের গ্রামে এরকম ঘটনা ঘটেনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হায়েনারা আমাদের গ্রামের ২ জন মুক্তিযোদ্ধার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল।
ভাটিবারাপৈত গ্রামের কুতুব উদ্দিন জানান, শাহার ছাত্রলীগের নেতা ছিলো,এলাকায় কারো সাথে কোনদিন মারামারি করেনি কিন্তু আজ তার বাড়িতে-বাজারের দোকানে হামলা করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়।
গ্রামের মুরুব্বি আব্দুন নূর বলেন, দেশকে অরাজকতার মধ্যে ঠেলে দিতে, দেশে গহযুদ্ধ লাগাতে চাইছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।