ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যায় খাজাঞ্চীতে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাজাঞ্চি ইউনিয়নের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
শনিবার (১২ এপ্রিল) বাদ আসর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘উই আর প্যালেস্টাইন’ ও ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ এ রকম নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। এ সময় মানবতাবিরোধী অপরাধে ইসরাইলের প্রধানমন্ত্রী ও তার সমর্থনকারীদের বিচারের দাবি জানিয়ে ইসরাইলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলকারীরা খাজাঞ্চী ষ্টেশন বাজারে এসে এক সমাবেশে মিলিত হয়। এসময় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাওলানা জামাল আহমদের সভাপতিত্বে ও মাওলানা সাইফুর রহমান সেজুর পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি সাইফুর রহমান সাইফি।
বক্তব্য রাখেন খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান,মাওলানা মিসবাহুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মফিজুর রহমান আব্দুল্লাহ আল মামুন হাফেজ রাসেল আহমদ প্রমুখ।