চেয়ারম্যান রামানন্দ দাশ আর নেই

নিশিকান্ত সরকার, শাল্লা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লায় ৩নং বাহাড়া ইউনিয়নের সাবেক দুই বারের নির্বাচিত চেয়াম্যান রামানন্দ দাশ রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়ি নয়াগাঁও গ্রামে মৃত্যুবরন করেন। মৃত্যুকালীন সময় তার বয়স ছিল ৯৮ বছর। শশ্মান ঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
তিনি একজন ছেলে, এক ছেলের স্ত্রী, দুই মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। শাল্লা গীরিধর পাবলিক উচ্চ বিদ্যালয়ের মেনেজিং কমিটির সাবেক সভাপতি ও ভাটিবাংলা কলেজে সভাপতি ও শাল্লা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।
তার মৃত্যুতে শাল্লা উপজেলার স্বর্বতরের জনগন গভীর ভাবে শুকাহত।