বর্ষবরণের দিনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাতীয় ইমাম সমিতির বিক্ষোভ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলি নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় ইমাম সমিতির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২ টায় বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের তৌহিদ জনতার অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।
কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটিতে কেউ হাতে ফিলিস্তিনের পতাকা, কেউবা ‘ইসরাইলী পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবির আল্লাহু আকবারসহ ফেস্টুন ও নানা স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিলে নানা শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জাতীয় ইমাম সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির উপদেষ্টা ও আজিমগন্জ দারুল উলুম টাইটেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা শায়েখ খায়রুল ইসলাম, জাতীয় ইমাম সমিতির উপজেলা সাধারণ সম্পাদক ও সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা জিয়াউল হক, সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এম এম আতিকুর রহমান।
সমাবেশ আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান, ফয়সাল আলম স্বপন, প্রভাষক তারেক আহমদ, জাতীয় ইমাম সমিতির পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন, মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা রেজাউল করিম রাজু, মাওলানা ময়নুল ইসলাম প্রমুখ।
জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জিয়াউল হক বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে আমরা গত তিনদিন থেকে অনলাইনে ও সরেজমিনে জনসাধারণের মাঝে বিভিন্ন লিফলেট ফেস্টুন বিলি করেছি তাছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে কুরআন সুন্নাহ ভিত্তিক আমাদের ঐতিহ্য তোলে ধরার চেষ্টা করি যা অতিথেও করেছি। বর্ষবরণের দিনে জাতীয় ইমাম সমিতি বড়লেখার সকল আলেম সমাজ নিয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি। আমাদের কর্মসূচিতে সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন।
তিনি আরোও বলেন, একইসঙ্গে ফিলিস্তিনে যা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি নববর্ষে শুধু আমাদের দেশের জন্য শুভকামনা করি, এরচেয়ে স্বার্থপর আর কিছু হতে পারে না। ফলে এই নববর্ষে আমাদেরকে ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, তার প্রতিবাদ করে ফিলিস্তিনিদের জন্য যেন শান্তি ফিরে আসে এই কামনা করতে হবে। যেখানেই মানবতা ভূলন্ঠিত হবে জাতীয় ইমাম সমিতি মানবতা রক্ষায় শান্তিপূর্ণ প্রতিবাদ চলমান থাকবে। এসময় তিনি দেশ-জাতির মঙ্গল কামনা করে সকলকে শান্তিপূর্ণভাবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আহ্বান করেন।