সুনামগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন উপজেলার নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
নিহত দেলোয়ারের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান,বাড়ির পাশে মাঠে ঘাস খাওয়ার জন্য গরু দেয়া হয়। বিকালে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে গরু আনতে যায় দেলোয়ার হোসেন। গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতের আঘাতে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।