ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে থানায় টাকা ছিন্তাইয়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ব্যবসায়ীক দ্বন্দ্বকে কেন্দ্র করে আতাবুর রহমানের সাথে তার পাটনার সাথে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। আর এই ঘটনাকে টাকা ছিন্তাইয়ের নাটক সাজিয়ে ৯৯৯ এ ফোন দেয়।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট এলাকায় হাতাহাতির ঘটনাটি ঘটেছে।
এই ঘটনার পর তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী আতাবুর রহমান।
এনিয়ে উপজেলা ও জেলা জুড়ে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছেন অসত্য উদ্দেশ্য হাসিল করতেই আতাবুরের এই মিথ্যা বানোয়াট অভিযোগ।
ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন লোক টাকা পয়সার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয় চালবন পয়েন্ট এলাকায়। এক পর্যায়ে ভাতেরটেক এলাকার লোকজন একজন আতাবুর লোককে ধরে নিয়ে যায় ভাতেরটেক এলাকায়। তবে টাকা ছিন্তাইয়ের কোনো ঘটনা ঘটেনি।
সচেতন মহল বলছেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও এলাকার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী। তাকে ঘায়েল করতে অপচেষ্টা ও মিথ্যা বানোয়াট নাটক সাজিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে প্রচার করাচ্ছে একটি মহল। আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে এই বিষয়ে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করবে কারন আইন সবার জন্যই সমান।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, আতাবুর এর সাথে ভাতেরটেক এলাকার একজনের সাথে ব্যবসায়ীক পাটনার রয়েছে। একেই সাথে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিন ও পাটনার। দীর্ঘদিন ধরে তারা বালু ও পাথরের ব্যবসা করে আসছে। তাদের মধ্যে টাকা নিয়ে দ্বন্দ তৈরী হয়। আতাবুরের সাথে ঐদিন ভাতের টেক এলাকার ব্যবসায়ীক পাটনারের সাথে টাকা নিয়ে কথা কাটা হলেও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান উদ্দিন ঘটনাস্থলে ছিল না তিনি সিলেটে ছিলো। কথা-কাটাকাটি এক প্রযায়ে আতাবুর রহমানকে ধরে নিয়ে যায় ভাতের টেক এলাকার ঐ পাটনার। পরে কৌশলে আতাবুর ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনা স্থল থেকে আতাবুরকে নিয়ে আসে।
এর সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান। তিনি জানান, তাদের মধ্যে ব্যবসায়ীক দ্বন্দ রয়েছে এনিয়েই মুলত সমস্যার সৃষ্টি। তবে টাকা ছিন্তাইয়ের কোনো আলামত বা কোনো প্রমান আমরা পাই নি। ঘটনার পর আতাবুর একেক সময় একেক কথা বলেছে। পরে রাতে টাকা ছিন্তাইয়ের একটি অভিযোগ দিয়েছে যা সঠিক নয়। এর পরও আমরা বিষয়টি খতিয়ে দেখবো।
এই বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও ল সমাজসেবক বোরহান উদ্দিন এর সাথে কথা হলে তিনি জানান আমি সিলেট অবস্থান করছি। আতাবুর সাথে কি হয়েছে তার বিষয় এখন আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করে আমার সম্মান হানী করছে।