সুস্থ দেহমন ঘটনে খেলাধুলার বিকল্প নেই: খান জামাল

দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন নিয়মিত অধ্যাবসায় ও একাগ্র চিত্তে অনুশীলন। খেলাধুলা যুব ও তরুণ সমাজকে বিপথগামীতার হাত থেকে রক্ষা করে ও সুস্থ দেহমন ঘটনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মাঠে হাবিব স্মৃতি সংসদ আয়োজিত নুরপুর প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজেল আহমদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমদ নেহার।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মারুফ শাহজানের পরিচালনায় শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য হোসাইন আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ছুটন, মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রেজওয়ানুল করিম চৌধুরী রেজওয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, এহসান সাহেদ, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ ফয়সাল আহমদ। দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আব্দুল্লাহ আল মামুন, সৈয়দ আক্তার হোসেন ময়না, ওলিদ আহমদ সেন্টু, শ্রমিকদল নেতা মাহফুজ আহমদ, প্রবাসী এহসান আহাদ, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আহমদ, মাইজগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাওসার আহমদ, যুবদল নেতা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহানুল আরফিন শাহান, রিপন আহমদ, ইসতিয়াক আহমদ রাসেল, বিল্লাল হোসেন মিন্টু, এমরান আহমদ, চুনু মিয়া ঝন্টু, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, সৌরভ আহমদ, যুবদল নেতা চঞ্চল আহমদ প্রমুখ।