অপেক্ষা বাড়ল লিভারপুলের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে আর্সেনাল। যে কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে চার পয়েন্ট হারানোর পর ইপসউইচ টাউনে গিয়ে বড় ব্যবধানে জয় তুলে এনেছে। প্রতিপক্ষকে গানাররা হারিয়েছে ০-৪ গোলের বিশাল ব্যবধানে।

রেলিগেশনের শঙ্কায় থাকা ইপসউইচ অবশ্য আর্সেনালকে হারানোর স্বপ্ন দেখতেই পারতো। ঘরের মাঠে খেলা। জিততে পারলে রেলিগেশনের শঙ্কা থেকে কিছুটা হলেও বাঁচবে। আর্সেনালও যেভাবে প্রতিপক্ষের মাঠে গিয়ে হেরে আসে, তাতে ইপসউইচ আশাবাদী ছিল।

কিন্তু উল্টো একহালি গোল হজম করলো গানারদের কাছ থেকে। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৬৬। ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। লিগে এখনও ৫ রাউন্ড ম্যাচ বাকি। আজ আর্সেনাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যেতো অলরেডদের। কিন্তু আর্সেনাল জেতায় আরও একটি রাউন্ড অপেক্ষায় থাকতে হচ্ছে লিভারপুলকে, শিরোপা উদযাপন করতে।

পোর্টম্যান রোডে স্বাগতিক ইপসউইচ আর্সেনালের সামনে দাঁড়াতেই পারেনি। শুধু গানারদের আক্রমণই ঠেকিয়ে গেছে পুরো ম্যাচে। ৭৫ ভাগ বল দখলে ছিল আর্সেনালের। আর মাত্র ২৫ ভাগ ছিল ইপসউইচের। পুরো ম্যাচে ইপসউইচের জালে ৭বার শট নিয়েছে আর্সেনাল। অন্যদিকে ইপসউইচ একটি শটও নিতে পারেনি আর্সেনালের গোল লক্ষ্যে। গানারদের গোলরক্ষক ডেভিড রায়া ছিলেন পুরোপুরি একজন দর্শক।

৩২তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ইপসউইচ। বুকায়ো সাকাকে কঠিন ফাউল করায় লেইফ ডেভিস লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। আর্সেনালের লিয়ান্দ্রো ত্রোসার্ড করেন জোড়া গোল। ১৪ মিনিটে গোলের সূচনা করেন তিনি। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

৬৯তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ত্রোসার্ড। ৮৮তম মিনিটে ইথান এনওয়ানেরি ইপসউইচের জালে পরাজয়ের শেষ পেরেক ঠুকে দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন