খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমায় শুভেচ্ছা মিছিল

দৈনিকসিলেট ডেস্ক :
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের পুত্রবধূ ডাঃ জুবাইদা রহমান স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানিয়ে দক্ষিণ সুরমায় জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে শুভেচ্ছা মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) স্বাগত মিছিলটি রেলগেইট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলেরমুখ মৌবন মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মাধ্যমে শেষ হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল।
মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সহ-সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরফিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, জাহাঙ্গীর মিয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, মহানগর যুবদলের, সহ সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুস সামাদ সাহেদ, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, জেলা তরুণ দলের আহ্বায়ক নুরুল ইসলাম রুহেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সেফুল আহমদ, জামাল আহমদ, আজাদ আহমদ, দেলোয়ার আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদ, মোগলারজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হোসেন আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমদ তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, বাহার উদ্দিন কুটন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুমেল আহমদ, রিপন আহমদ, আশিক মিয়া, কামরুল ইসলাম রানা, জাভেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা এবাদুর রহমান, জালাল আহমদ, জুনেদ আহমদ, জামাল আহমদ, রফিক আহমদ, রুহেল আহমদ দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, আরাফাত রহমান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শাহেদ খান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ শামসী, খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম আকবর, ছাত্রদল নেতা শেখ নাদিম, সবুর খান, জায়নাল আবেদীন, শানুর আহমদ, এলাইছ মিয়া, উজ্জল,সাগর, মনোয়ার হোসেন, রেজাউল, রুবেল, সামাদ, পাবেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, গত ১৬ বছর বাংলাদেশে মানবাধিকার বলতে কিছুই ছিল না। শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত জিয়া পরিবার। জিয়া পরিবারের ওপর বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যে নিপীড়ন নির্যাতন হয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালত ব্যবহারের মাধ্যমে স্বামীর স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেয়। মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে বছরের পর বছর কারান্তরীণ করে রাখে আমাদের নেত্রীকে। ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিবাদের পতন হয়েছে। আগামীতে ফ্যাসিস্টরা যাতে ফিরে আসতে না পারে, সেজন্য দুর্বার প্রতিরোধে ফ্যাসিবাদের চিরতরে নিমূল করতে হবে। এই ফ্যাসিবাদ যাতে আবারও ফিরে আসতে না পারে সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।