শাবিপ্রবি স্পোর্টস সাস্টের নেতৃত্বে যারা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের ২০তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিন আবরার ও সাধারণ সম্পাদক হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকি এ কাউসার মনোনীত হয়েছেন।
রবিবার (১১ মে) সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি মো. সাজিদুর রহমান ও সহ সভাপতি মোস্তাহাসান সিয়ুম, সাজ্জাত রহমান সাহিল, রেদোয়ান উল করিম, সাজ্জাদুর রহমান শিহাব, তানজিদ রহমান অপূর্ব, যুগ্ম সম্পাদক ইয়াসিন বাশার, ইমামুল হোসাইন পিয়াস ও আব্দুল্লাহ আল মাহফুজ মনোনীত হয়েছেন।
এছাড়া সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক জিসান, কাজী আখতারুজ্জামান জয়, অনুরাগ সাহা, এস. এম. তৌহিদুর রহমান, ইফতেখার সাকিব ও শাহরিয়ার মোস্তাক মাহি, স্পোর্টস সাস্ট স্কুলের পরিচালক নিবিড় আহমেদ ও সহকারী পরিচালক মো. রাজু ইসলাম, মুসলিম উদ্দিন, হাসান শাহরিয়ার, নিয়ামুল হাসান সাজিন ও আরিফ সরকার মনোনীত হয়েছেন।
এতে জনসংযোগ প্রধান নির্বাহী তানভীর শাহরিয়ার এবং মহুই শারদ, জনসংযোগ নির্বাহী কাউসার আহমেদ হৃদয়, প্রিয়বর্ত পার্থ, আসিফ আদনান, মুসাব্বিরুল বেগ দীপ্ত এবং সৈয়দ সাইদুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসেন নয়ন, সহকারী সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহিল গালিব আদিব, মো. আব্দুল্লাহ হাসান ইমন এবং সুদীপ্ত সরকার সঞ্জয় মনোনীত হয়েছেন।
এছাড়াও কোষাধ্যক্ষ দুর্জয় বণিক, সহকারী কোষাধ্যক্ষ তৌহিদ এ এলাহি অলিভ, মোস্তাকিম কবির প্রত্যয়, মো. রুম্মান আহমেদ, মো. রিয়াজ উদ্দিন রুহিন এবং তানজিলা সেতু, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, সহকারী প্রকাশনা সম্পাদক দাওয়াল সাহা, মাসুদ শাহরিয়ার, নাজমুস সাকিব তালহা, প্রত্যুষ দাস পল্লব এবং ইমরুল কায়েস, প্রচারণা সম্পাদক আকিফ জামি আলভী, সহকারী প্রচারণা সম্পাদক মো. তামজীদ ইসলাম বাবুল, এমদাদুল হক রিমন, তানভীর আহমেদ ইমন, মোহাম্মদ মাসুদ আহমেদ এবং মো. খালিদুজ্জামান নুরী, অফিস সম্পাদক এস. এম. নাইম, সহকারী অফিস সম্পাদক জুটন সরকার, মো. শাহিন হোসেন, আব্দুস সোবহান, মুশফিকুর রহমান নাবিল এবং ফাহিম মুন্তাসির জ্বীম মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, ‘কম্পিটিশন ফর দ্য কম্পোজিশন অব লাইফ’ এই মূলমন্ত্র নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে শাবিপ্রবির একমাত্র ক্রীড়াবিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে নিয়ে নানা ধরনের খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে সংগঠনটি।