শ্রীমঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি ও থানায় দেওয়ার অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ নং কালাপুর ইউনিয়নের বরুনা গ্রামের ৮নং ওয়ার্ডের ৫নং কালাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও বর্তমান কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদকের বাড়িতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা মো.সাইফুর রহমানকে হত্যার হুমকি ও থানায় দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে মো.সাইফুর রহমান পালিয়ে প্রবাসে আছেন।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন তথা ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা, বিএনপি, জামাত-শিবির সহ একাধিক রাজনৈতিক দলের আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ ও সরকারের পতন হয়।
এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মতো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ৫নং কালাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমানের বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, দখল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারীদেরকে অনেকেই চিনে। তারা সবাই আওয়ামী লীগ বিরোধী, জামাত-শিবিরের কর্মী এবং অন্তর্বতীকালীন সরকার সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী বলে জানা যায়।
১৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে এক অজ্ঞাত ব্যক্তি মোবাইল ফোনে যুবলীগের ৫নং কালাপুর ইউনিয়নে সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক “মো.সাইফুর রহমান” কে শহরের এলাকায় পাইলে “জানে মেরে ফেলবে বলে”, বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি, ধামকি প্রদান করে। কুপিয়ে হত্যা করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে ওনার মায়ের মোবাইল ফোনে । মো.সাইফুরের মা আছমা বেগম জানান,আমার মোবাইলে হত্যা করার হুমকি এবং অকথ্য ভাষায় গালি-গালাজ করে এক ব্যক্তি তা শুনে অসুস্থ হয়ে পড়েছি। তিনি আরো জানান হুমকি আসার পর থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি রাতে ভালো করে ঘুমাইতে পারি না। সারাক্ষণ ছেলের চিন্তায় আছি,বর্তমানে আমার ছেলে প্রবাসে আছে সে যদি দেশে আসে তাহলে তার জীবনের ঝুঁকি আছে। পালিয়ে থাকা,প্রাননাশের হুমকি শিকার সাবেক যুবলীগ নেতা ও বর্তমান কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো.সাইফুর রহমানে এর সাথে মোবাইলে কথা বলার জন্য চেষ্টা করেও সংযোগ পাননি সংবাদ প্রতিনিধি।
সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্বিচারে খুন,হত্যার হুমকি সহ বাড়ি ঘরে হামলা, লুটপাট, দখল, জোরপূর্বক টাকা আদায় ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে সকলকে ধৈর্য ধারন, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুভ্র দেব। সাধারণ সম্পাদক শুভ্র দেব সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিরাপদে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।