মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দেয়ায় বন্ধুকে ছুরিকাঘাত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্ধুর ছুরিকাঘাতে দ্বীপ্রয় দেবনাথ (১৮) নামে অপর এক বন্ধু আহত হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তেরাজনপুর গ্রামের জিতেন্দ্র দেবনাথের ছেলে।
আহতের ভাই রমেন্দ্র মোহম নাথ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ৩-৪ জনকে অজ্ঞাত আসামী করে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন, আসামীরা হলেন,সজিব আহমদ (১৯) তফজ্জুল আলী (১৯) আব্দুল লতিফ (৪৮) আব্দুল আওয়াল(৪৬) আব্দুল কুদ্দুছ (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, মাস কয়েক পূর্বে দ্বীপ্রয়সহ তার সহপাঠীরা ফেসবুকে একটি মেসেঞ্জার গ্রুপ খোলে। ওই গ্রুপের এডমিন দ্বীপ্রয় দেবনাথ। কিছুদিন পর অভিযুক্ত সজিবকেও ওই গ্রুপে এড করা হয় কিন্তু সজিবের অশালীন পোস্টের কারণে গ্রুপের সদস্যদের মধ্যে দেখা দেয় চরম ক্ষোভ। পরবর্তীতে এডমিন দ্বীপ্রয় তাকে গ্রুপ থেকে রিমুভ করেন। এরই জের ধরে এর বদলা নিতে এডমিন দ্বীপ্রয়ের সাথে সুকৌশলে আবারো গভীর সম্পর্ক গড়ে তোলে সজীব। ওই সুবাদে ফেসবুক চ্যাটিং এর মাধ্যমে রবিবার (১১মে) সন্ধ্যায় সুকৌশলে সজীব দ্বীপ্রয়কে ঘটনাস্থলে ডেকে নেয়। সম্পর্কের টানে বন্ধুর আহ্বানে দ্বীপ্রয় সরলমনে ঘটনাস্থলে পৌঁছামাত্র সজীবসহ তার ভাড়াটে সশস্ত্র লাঠিয়ালদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ভুমিতে লুটিয়ে পড়ে দ্বীপ্রয়। বুক ও পেটে ছুরিকাঘাতে আহত দ্বীপ্রয়কে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আসামিদের ধরপাকড়ে অভিযান চলছে।