গোলাপগঞ্জ জামেয়ার প্রধান শিক্ষক তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা
সিলেটের গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, একজন শিক্ষকের জীবনে প্রকৃত অবসর নেই। সমাজ, রাষ্ট্রের নাগরিকবৃন্দের প্রতিনিয়ত তাদের কাছ থেকে শিক্ষা লাভের সুযোগ রয়েছে। শিক্ষকরা হচ্ছেন আলোকিত মানুষ গড়ার কারিগর। তাদের হাত ধরেই সমাজে ভালো মানুষের সৃষ্টি হয়। নৈতিক গুণের অধিকারী শিক্ষকরাই অনুকরণীয় হয়ে থাকেন আমাদের সকলের উচিৎ তাদের যথাযথ সম্মান জানানো।
সোমবার দুপুরে জামেয়া পরিচালনা কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার উদ্দিন ও মাহফুজ আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড.আহমদ জালাল ফরিদ উস সামাদ।
জামেয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জিন্নুর আহমদ চৌধুরী। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ মাজেদুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মদ মাহমুদুল হাসান, সংবর্ধিত বিদায়ী প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট ইসলামিক সোসাইটির ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ জাহেদুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, গোলাপগঞ্জ জামেয়ার প্রধান উদ্যোক্তা মরহুম এহিয়া আহমদ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, এহিয়া ট্রাস্টের চেয়ারম্যান চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল।
বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির সদস্য কাজী শাহিদুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মোহাম্মদ আব্দুস শাকুর, মাওলানা আব্দুল খালিক, প্রাক্তন শিক্ষার্থী ডা. তাওহীদ চৌধুরী, দশম শ্রেণী শিক্ষার্থী মোতাসাদ্দিক আলম মোয়াজ, দশম শ্রেণীর শিক্ষার্থী ইসহাক মোহাম্মদ তাহমিদ।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মোঃ নুরুল হক, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান কামরুল হাসান সাহান, প্রবীণ সমাজসেবী আরবাব আহমদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট, নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।
উল্লেখ্য, মোঃ তাজুল ইসলাম দীর্ঘ প্রায় ৩৪ বছর গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আরো পাঁচ বছর শিক্ষকতা করে গত ১৪ এপ্রিল অবসর গ্রহণ করেছেন।