হবিগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ. এন.এম সাজেদুর রহমান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। বিজ্ঞান বিষয়ক সেমিনারে বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের মেলা ও সেমিনার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করে।