দারুল হিকমাহ মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন এমপি পদপ্রার্থী শাহজাহান
সিলেট বিভাগের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মোঃ শাহজাহান আলী।
মাদ্রাসাটি ধারাবাহিকভাবে আলিম পরীক্ষায় সিলেট বিভাগে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করে আসছে। মাদ্রাসা পরিদর্শন শেষে এমপি পদপ্রার্থী ও শিক্ষানুরাগী মোঃ শাহজাহান আলী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তিনি মাদ্রাসার শিক্ষা মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, এই মাদ্রাসা কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি নবীগঞ্জের গর্ব। এখানকার সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায়। শিক্ষার মান উন্নয়নে আমি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। শাহজাহান আলী মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সহায়তার আশ্বাস দেন। তাঁর এই সফর মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এনে দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী এবং পৌর শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ড. শামীম আহমদ তালুকদার।