সুনামগঞ্জে জেলা রোভারের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়েজনে জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় দাসের সভাপতিত্বে ও জেলা রোভার স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো. রায়হান উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা রোভার স্কাউটসের সম্পাদক শেখ এটিএম আজরফ, দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমথ রঞ্জন চক্রবর্তী, পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নোয়াজ উদ্দিন, জেলা স্কাউটস কমিশনার কানন বন্ধু রায়।
এসময় বক্তারা বলেন, জেলা রোভার সকল উন্নয়নমূলক কাজের সাথে জড়িত রয়েছে।বিভিন্ন সেবামূলক কাজে জেলা রোভারের সকল সদস্যরা এক হয়ে কাজ করে থাকে।