বড়লেখা সীমান্তে ১৬ জনকে পুশইন করলো বিএসএফ, থানায় হস্তান্তর
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সতর্কাবস্থান ও টহল জোরদারের মধ্যেও বিএসএফের অবৈধ বাংলাদেশি নাগরিকদের পুশইন থেমে নেই। উপজেলার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের পুশইন হওয়া আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ তাদের ঠেলে পাঠিয়েছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। বিকেলে আটককৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকদের মধ্যে ১৪ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন- মজিদুল ইসলাম (৪৫), আরজিনা বেগম (৩৫), কাইয়ুম বয়াতী (৩৫), মোর্শেদা বেগম (৭০), নাজমা (৩৮), পারভীন শেখ (৩৫), হাজেরা বেগম (৪৫), সুনিয়া আক্তার (২৪), পারভীন বেগম (৩৬), খাদিজা আক্তার (২৫), তানিয়া আক্তার (৩৫), শীমা আক্তার (২৩), তৃতীয় লিঙ্গের সুমম্মান আহম্মেদ (১৯), সানিয়া (১৯), নীলা (১৮) ও ভৈরবী (১৬)।
আকটকৃতরা জানিয়েছেন, সীমান্তের ওপারে আরো অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করতে বিএসএফ আটক করে রেখেছে।
এদিকে শুক্রবার রাত থেকে বিজিবি সীমান্তে টহল জোরদার করে।বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। নিরাপত্তা জোরদারের মধ্যেও গত চার দিন সীমান্তে কোন নাগরিককে পুশইনের খবর পাওয়া যায়নি। তবে বুধবার (১৪ মে) ভোরে ৪৪ জনকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি ৫২ ব্যাটালিয়ন।
পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়। বিএসএফের পুশইন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করলেও কীভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ মানুষকে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
গত ৬ ও ৭ মে বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফ প্রায় শতাধিক মানুষকে পুশইন করলেও বিজিবি ৫৯ জনকে আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করে। ১৪ মে আরও ৪৪ জনকে আটক করা হয়। পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এ পর্যন্ত বড়লেখা সীমান্ত এলাকার বিভিন্ন রুট দিয়ে বিএসএফের পুশইন কর ১১৯ জনকে আটক করেছে বিজিবি।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বৃহস্পতিবার বিকেলে ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের পরিচয় পাওয়ার গেছে তারা সবাই বাংলাদেশি। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সরকার বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টায় বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।