সিলেটে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী শহীদ জিয়া বইমেলা
সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে ১১ দিনব্যাপী শহীদ জিয়া বইমেলা ২০২৫। কমল সাহিত্য পরিষদ সিলেটের উদ্যোগে আগামী ২০ মে মঙ্গলবার নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত মেলা শুরু হবে। মেলা চলবে ৩০ মে পর্যন্ত। এদিকে, বইমেলা সফলের লক্ষ্যে নানা কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে
বুধবার (১৪ মে) রাতে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী প্রাঙ্গনে লেখক-প্রকাশকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমল সাহিত্য পরিষদ সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহাগের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ব জ¦ালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা ওয়েলের পরিচালক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, লেখক গবেষক অধ্যাপক ডা. আব্দুল মজিদ, ছড়াকেন্দ্রের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জুয়েল ও পাপড়ী প্রকাশনীর স্বত্তাধিকারী কামরুল আলম।
কলামিস্ট মাওলানা শামসীর হারুন রশীদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউজের সত্ত্বাধিকারী প্রকাশক জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন নলেজ গার্ডেন স্কুল এর ভাইস প্রিন্সিপাল এম আমির উদ্দিন পাভেল, আলোর অন্বেষণ সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, জসিম বুক হাউজ সাহিত্য পরিষদ সভাপতি ছয়ফুল আলম পারুল, কবি জগলুল হক, কবি সাজ্জাদ আহমদ সাজু, কবি মাহফুজ জোহা, কবি কামাল আহমদ, কবি রিপন মিয়া, কবি আজমল আহমদ, প্রকাশক ও ছড়াকার সাদির হোসেন, কবি সুয়েজ আহমদ, ছড়াকার নাইমুল ইসলাম গুলজার, গীতিকার বাহার উদ্দিন বাহার, গীতিকার কয়েস আহমদ ও কবি ফাতেমা বেগম প্রমুখ।
আগামী ২০ মে হতে ৩০মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০টির বেশী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বইমেলা উপলক্ষে ‘কমল সাহিত্য পরিষদ সিলেট’ থেকে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাতবার্ষিকী স্মারক ‘৩০ শে মে’ স্মারকের নতুন সংখ্যা প্রকাশ হবে। এছাড়া মেলা চলাকালে স্কুল শিক্ষার্থীদের জন্য ছবি আঁকা, কবিতা আবৃত্তি, রচনা এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন থাকবে। সেই সাথে চিত্র প্রদর্শনী, শহীদ জিয়ার জীবনাদর্শ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে রাষ্ট্রনায়ক জিয়ার সফলতাকে মানুষের কাছে তুলে ধরা হবে। মেলা চলাকালীন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শহীদ মিনার প্রাঙ্গনে ফ্রি ব্লাড টেষ্ট ও বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন থাকবে।