শ্রমিকনেতা আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ
নেত্রকোনা জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার বিকাল ৫টায় রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়।
সংগঠনের সভাপতি সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিটু দাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক মনির মিয়া, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, সহ সাধারণ সম্পাদক স্বপন মিযা, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো: আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, জামিল মিয়া, জালাল মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আনোয়ার হোসেন আন্দোলন সংগ্রামের ডাক দিলে শ্রমিকদের আন্দোলন বন্ধের ষড়যন্ত্রের অংশ হিসাবে মিথ্যা মামলার তাকে বন্ধি করা হয়েছে। বক্তারা, হুশিয়ারি উচ্চারণ করে বলেন মামলা দিয়ে শ্রমিক আন্দোলন আতিথেও বন্ধ করা যায়নি বর্তমানে ও ভবিষ্যতে সম্ভব হবে না। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে। হোটেল শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।