৫ দফা বাস্থবায়নের দাবীতে সুনামগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন, মউশিক প্রকল্পে কর্মরতদের মানববন্ধন
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন, মউশিক প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে।
শনিবার (১৭ মে) সকালে সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
পাঁচ দফা দাবি গুলো হলো,প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে প্রকল্পের সকল জলবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্ব করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে ৮ম পর্যায় প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে জ্বেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।
সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন, মউশিক প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা তুফায়েল খান, মাওলানা শহিদুল ইসলাম পলাশি, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা জয়নাল আবেদিন, মাহফুজুর রহমান, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
এসময় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীগন অংশ গ্রহণ করে।