বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।
শনিবার থানা মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তাররা হলেন—আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজিব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)।
তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। অভিযান শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।