জাতীয় পরিচয়পত্রে ছেলের বয়স ১৩৮, বাবার ৭৫!
জিতু মিয়া। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বর্তমান বয়স ১৩৮ বছর। অথচ তার বাবার বয়স মাত্র ৭৫ বছর! তথ্যটি বিস্ময়কর হলেও কাল্পনিক নয়। মূলত জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ভুলের কারণে এমনটি হয়েছে। আর এই ঘটনাটি এলোমেলো করে দিয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মান্দারকান্দি গ্রামের বাসিন্দা জিতু মিয়ার জীবন। এনআইডি সংশোধনের জন্য জিতু মিয়া কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিয়ে যাচ্ছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
তার সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে গিয়ে এই ভুল প্রথম ধরা পড়ে। পরিচয়পত্র অনুযায়ী জিতু মিয়ার জন্ম ১৮৮৭ সালের ২ মার্চ। অথচ বাস্তবে তার জন্ম ১৯৮৭ সালে। অর্থাৎ এখন তার বয়স মাত্র ৩৮ বছর। পরিচয়পত্র অনুযায়ী জিতু মিয়ার বাবা হারিছ মিয়ার জন্ম ১৯৫০ সালের ১ মার্চ। তার বয়স বর্তমানে ৭৫ বছর।
এই ভুলের কারণে বিপাকে পড়েছেন জিতু মিয়া। বছরের শুরুতে তার ১২ বছরের ছেলেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করাতে চান। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বয়সজনিত অসংগতির কারণে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখে। এরপর থেকেই শুরু হয় জিতু মিয়ার সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ।
জিতু মিয়া জানান, দীর্ঘদিন তিনি বিদেশে ছিলেন। ফলে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রয়োজন খুব একটা হয়নি। যে কারণে এত বড় ভুলও এতদিন তার চোখে পড়েনি। ছেলের ভর্তি প্রসঙ্গে এনআইডি জমা দিলে বিষয়টি সামনে আসে।
চার থেকে পাঁচ মাস ধরে তিনি ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন কার্যালয়, জন্মনিবন্ধন দপ্তর, এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর পর্যন্ত ঘুরেছেন। ইতোমধ্যে তিনি একটি অ্যাফিডেভিট করেছেন এবং জন্মসনদ সংশোধনের জন্য ইউএনও বরাবর আবেদনও জমা দিয়েছেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জন্মনিবন্ধনের দরকার হয়। কিন্তু তার অনলাইন জন্মনিবন্ধনেও বয়সে গরমিল আছে। তাই এনআইডি সংশোধনের আগে জন্মনিবন্ধন সংশোধন করতে হবে।’
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘জিতু মিয়ার দাবি অনুযায়ী তার জন্ম ১৯৮৭ সাল। কিন্তু তিনি তার কোনো ডকুমেন্ট বা প্রমাণ দেখাতে পারছেন না। তার কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেটও নেই। তাই তাকে সিভিল সার্জনের কাছ থেকে বয়সসংক্রান্ত মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’