ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত
অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত একটি নোটিশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রকাশিত নোটিশে বলা হয়, অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ী ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। উক্ত অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিম্নলিখিত লিংকে প্রবেশ করে আগামী ২৫ মে বিকাল ৫টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে ইউজার আইডি মুঠোফোনে এসএমএস-এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে, যার ডিফল্ট পাসওয়ার্ড Abc@1234 উক্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলক ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তীতে উপজেলায় যতগুলো অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশোধন, সংযোজন, বিয়োজন করা যাবে।