ইবতেদায়ি শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতন নিয়ে সুখবর
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে সুখবর দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এপ্রিল মাসের অনুদানের অর্থের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে অর্থ তুলতে পারবেন।
মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার অনুদানভুক্ত শিক্ষকগণের এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে অনুযায়ী হস্তান্তর করা হয়েছে।
অনুদানভুক্ত শিক্ষকগণ ২০ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে এপ্রিল/২০২৫ মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।’