হবিগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়নাডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রাসেল (২৬) ও একই উপজেলার পাকটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাবু হোসেন (২৫)।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শায়েস্তাগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।