মাধবপুরে মৎস্য চাষীদের মধ্যে মাছের খাদ্য বিতরণ
হবিগঞ্জের মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৭ জন প্রান্তিক মৎস্য চাষীর মধ্যে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার সজীব সরকার,উপজেলা প্রাণিসম্পদ অফিসার মিঠুন সরকার, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী। মৎস্য কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্টানে। অতিথিবৃন্দ মৎস্য চাষীদের মধ্যে ৩ হাজার ৪৯২ কেজি মাছের খাদ্য বিতরণ করেন।
ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী পাভেল মিয়া জানান, ‘এই খাদ্য পাওয়ায় তার অনেক উপকার হয়েছে।মাছ চাষে তিনি উপজেলা মৎস্য অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগীতা পেয়ে আসছেন বলেও জানান তিনি।