ঢাকা-সিলেট রুটে আবার চালু হল এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট
দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিলেট-ঢাকা রুটে বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা পুনরায় ফ্লাইট চালু করছে। আগামী ২৯ মে থেকে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এয়ারলাইনটি প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে ঢাকা-সিল
শনিবার (২৪ মে) এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে সিলেট ফ্লাইট ছেড়ে যাবে। প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে সিলেট থেকে ঢাকায় ফ্লাইট ছেড়ে আসবে। আবার সকাল ৮টা ৫০ মিনিট এবং রাত ৮টা ৫০ মিনিটে ছেড়ে যাবে। এ রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৯৯ টাকা।