তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৫-২৬ সেশনের ১ম মাসিক সভা শনিবার (২৪ মে) সংগঠনের সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমানের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছদরুল উলা ফাহাদ এবং নাশিদ পরিবেশন করেন সদস্য মারজান আহমদ তালহা ও বায়েজিদ আহমদ চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শাখার সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ময়নুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক নুরুল হাসান, অফিস সম্পাদক এহসান আহমদ চৌধুরী, সহ-অফিস সম্পাদক জামান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আরকান খান মোহন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল মাজিদ চৌধুরী, নাইম আহমদ, ইমদাদুর রহমান সিদ্দিকী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এজাজুল আম্বিয়া, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রহমান, তারেক আহমদ, সদস্য আলী আশরাফ, শাহ কাওসার আলী, সহুল আমিন জুয়েল, আবু তাহের, জাকির হোসেন, ইসমাইল হোসেন, সৈয়দ খায়রুল ইসলাম, ১৫নং শাখার সাধারণ সম্পাদক আমজাদ বাবর, ৪২নং শাখার সাধারণ সম্পাদক রায়হান আহমদ শিকদার প্রমুখ।

সভায় বছরব্যাপি সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন