শহীদ জিয়া গ্রন্থমেলা
‘প্রেসিডেন্ট জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম বলেছেন ১৯৭৬ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান সূচক পদক প্রদান করেন।
দ্রোহ এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি গান কবিতা আমাদের দেশের সকল সংকটময় মুহূর্তে প্রতিবাদের স্ফুলিঙ্গ হয়ে উজ্জীবিত করে।ঔপনিবেশিক শাসন আধিপত্যবাদের বিরুদ্ধে কবি’র কাব্য প্রতিবাদ আন্দোলন সংগ্রামে মুক্তিকামী মানুষকে আশার সঞ্চার করে।
তিনি ২৫ মে সন্ধ্যায় সিলেট সিলেট শহিদমিনারে চলমান শহীদ জিয়া গ্রন্থমেলার ষষ্ঠ দিনে কমল সাহিত্য পরিষদ সিলেট এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ১৯৪৭ সালে বৃটিশ বিরোধী আন্দোলন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সব শেষ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনরত মানুষ কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি কাব্য গানকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছে।
ব্যারিস্টার সালাম বলেন বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হলো ‘স্বাধীনতা দিবস’ পুরস্কার। আজ বিভিন্ন ক্ষেত্রে যারা এ পদক পেয়ে গর্বিত হচ্ছেন তারা কি জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ই এ পদক চালু করেন এবং জাতীয় কবিকে তিনি স্বাধীনতা পদক প্রদান করেন।
দেশে একুশে পদকও জিয়াউর রহমানের হাতধরে শুরু হয় এবং কাজী নজরুল ইসলাম সে পদক প্রাপ্ত হন।
কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং ছড়াকার সাদির হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম বুক হাউস সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি কবি ছয়ফুল আলম পারুল। শিশুসাহিত্যিক কবি আয়েশা মুন্নি,
বক্তব্য রাখেন ও লেখাপাঠে অংশ নেন কবি ও প্রাবন্ধিক মহিবুল ইসলাম ফারুক, কবি হোসেন দেলোয়ার, প্রবাসী কবি তোফায়েল আহমেদ, জুবায়ের আহমেদ,কবি শান্তা কামালী,কবি আশালতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, মনিরুজ্জামান মনির,কবি সাজ্জাদ আহমদ সাজু,কবি সুয়েজ হোসেন,রাহাত আহমদ কবি রিপন মিয়া,ছড়াকার সাদির হোসেন,আলোর অন্বেষণ সহ সভাপতি নাহিদ আহমদ, তফাজ্জুল হক সুমন,প্রচার সম্পাদক আল আমিন হোসেন,কবি ফাতেহা বেগম।
এর আগে একই দিন দুপুর বারোটায় সিলেট মহানগরীর চৌকিদেখিস্থ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে শহীদ জিয়া গ্রন্থমেলা উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এতে শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।