বড়লেখায় চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবি চাষা (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে।
নিহত রবি চাষা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের স্থায়ী কর্মী ছিলেন। তিনি মৃত হরিয়া চাষার ছেলে।
রোববার (২৫ মে) দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বড়লেখা থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ বাড়ির উঠানে একটি জাম্বুরা গাছে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশিরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। ঘটনার পর থেকে তার স্ত্রী ও কন্যা পলাতক রয়েছেন। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজিত কানু বলেন, “রবি চাষা একজন শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এটা হত্যা না আত্মহত্যা তা বোঝা যাচ্ছে না।”
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।