হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘন্টায় চুনারুঘাট ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৩টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৭৯ হাজার ৯০০ টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গাঁজা, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল।
বিজিবি সূত্রে জানা যায়, ২৬ মে চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও সাতছড়ি বিওপি এবং শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী হুগলিয়া, টিলাবাড়ী ও বটগাছতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। আভিযানিক দল তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা, চিনি এবং মশার কয়েল উদ্ধার করে। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট এবং শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রমে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখবে। তিনি আরও বলেন, “বিজিবি কেবল সীমান্ত পাহারার দায়িত্ব পালন করে না, বরং সমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান রোধে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ জাতীয় অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো সন্দেহজনক তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তায় অবদানের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।